রক্তসাগরে ১৮টি লাশ

রক্তসাগরে ১৮টি লাশ

মেজর আলাউদ্দিন আহমেদ পিএসসি (অব.) ১৯৭৫ সালের আগস্টে ছিলেন ঢাকা সেনানিবাসের স্টেশন হেডকোয়ার্টারে কর্মরত স্টেশন স্টাফ অফিসার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তৎকালীন স্টেশন কমান্ডার লে. কর্নেল এম এ হামিদ কর্তৃক আদিষ্ট হয়ে তিনি বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ সেদিনের মর্মান্তিক ঘটনায় নিহত ১৮ জনের লাশ সংগ্রহ ও দাফনের ব্যবস্থা করেছিলেন।

এই স্মৃতিচারণায় মেজর আলাউদ্দিন তুলে ধরেছেন স্বচক্ষে দেখা সেদিনের সেই হত্যাকাণ্ডের নীরব সাক্ষী তিনটি বাড়ির মৃত্যুশীতল পরিবেশ, লাশগুলোর অবস্থার বিবরণ এবং সেগুলো সমাহিত করার গুরুভার দায়িত্বটি পালনের স্মৃতি। 

১৫ আগস্ট ভোরবেলা। শুয়ে শুয়ে রেডিওর নব ঘোরাচ্ছি। এটা ছিল আমার অভ্যাস। সকালে নিয়মিত খবর শুনতাম। হঠাৎ করেই শুনলাম খবরটা। বঙ্গবন্ধু নিহত! হত্যাকারীদের অন্যতম মেজর শরীফুল হক ডালিম ভাষণ দিচ্ছে। 

সঙ্গে সঙ্গে স্টেশন কমান্ডার লে. কর্নেল হামিদকে ফোন করলাম। রুদ্ধশ্বাসে খবরটা দিয়ে বললাম, ‘স্যার রেডিও শোনেন।’ উনি আমাকে বললেন দ্রুত তৈরি হয়ে অফিসে যেতে।