আজ মঙ্গলবার বিকেলে বিজিডি ই-গভ সার্টের পরিচালক সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত সাইবার হামলার কোনো কিছু নজরে আসেনি। আমাদের টিম ২৪ ঘণ্টাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ’
দু–একটি সাইট হঠাৎ ডাউন থাকার বিষয়ে সাইফুল আলম খান বলেন, ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডস—এ হামলার মাধ্যমে ওয়েবসাইট ব্যস্ত রাখা হয়, যাতে সেটিতে কেউ ঢুকতে না পারে) হামলা হয়ে থাকতে পারে। কিছু সময়ের জন্য সাইট ডাউন থাকছে। পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তাঁরা খোঁজ নিচ্ছেন।
সাইফুল আলম খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকাররা নানা কিছু দাবি করে থাকতে পারে। কিন্তু সেসব তথ্য যাচাই না করা পর্যন্ত বলা যায় না যে সেগুলো আসলেই হ্যাকিং কি না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

